দ্বীপ নিউজ ডেস্ক:
গত পহেলা মার্চ বাংলাদেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মাহবুব উল আলম হানিফ এমপির – মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্র বন্দর পরিদর্শন শেষে; মাতারবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে মহেশখালী উপজেলা ও মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ এক বিশাল জনসভার আয়োজন করেন।
উক্ত জনসভায় জাতীয় এই নেতার আগমন কে সামনে রেখে সাবেক – বর্তমান অনেক নেতাকর্মীরা বিভিন্ন দাবি তোলে ধরেন মাতারবাড়ী বাসীর স্বার্থে। বিশেষ করে যে দাবিগুলো ছিল মাতারবাড়ীর মানুষের অধিকার আদায়ের।
মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোছাইনের বেশ-কয়েকটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে ইতিমধ্যে।
সাবেক এই ছাত্রলীগ নেতা মাতারবাড়ীর মানুষের অধিকার আদায়ে লক্ষ্যে জনসভায় উত্থাপনের জন্য যে দাবিগুলো তাঁর ফেসবুক ওয়ালে দিয়েছিলেন তা পাঠকের সুবিধার্তে হুবহু নিম্নে তোলে ধরা হলো:
আগামীকালের জনসভায় আমাদের দাবী হোক👇
* কয়লাবিদ্যুৎ প্রকল্পে কারণে মাতারবাড়ীর কর্মহারা লোকদের চাকরি নিশ্চিয়তা।
*ক্ষতি গ্রস্ত জমির মালিকদের তাদের ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া।
*মাতারবাড়ীর পশ্চিম পাশের স্থায়ী বেরি বাঁধ।
*মাতারবাড়ী থেকে চালিয়াতলি পর্যন্ত টেকসই রাস্তা নির্মাণ।
*প্রতি বছর বর্ষার পানিতে ডুবে যাওয়া শত শত বাড়ী-ঘর বাঁচাতে স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা করা।
*মাতারবাড়ী অন্তরীন প্রধান সড়ক টেকসই সংস্কার করা।
*মাতারবাড়ীর শতবছরের ঐতিহ্য কোহেলিয়া নদীকে ড্রেজিং এর মাধ্যমে জীবিত করা।
*মাতারবাড়ীর একমাত্র সমুদ্র-সৈকত রক্ষা করা।
👉ব্যক্তির চেয়ে দল বড় >দলের চেয়ে দেশ বড়।
ইতিমধ্যে উক্ত দাবিগুলোর ছড়াছড়িতে ভরে গেছে ফেসবুকের পাতা। কিন্তু এব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দাম জানায়, জনসভায় উত্থাপনের জন্য আমি আমার ফেসবুক ওয়ালে দাবিগুলো তোলে ধরেছিলাম। উল্লেখযোগ্য কয়েকটি দাবি হানিফ মহোদয় তোলে ধরেছেন তাঁর জন্য আমি কৃতজ্ঞ।
কিন্তু পহেলা মার্চের উক্ত সভা পরবর্তী কিছু অসাধু ব্যক্তি তাঁর এই দাবিগুলো বিকৃত করার অপচেষ্টা চালাচ্ছে বলেও জানায় তিনি।