কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাগর তীরবর্তী সাইরারডেইল জেলে পাড়া অরক্ষিত বেঁড়িবাধ পরির্দশন করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবোর) নিবার্হী প্রকৌশলী প্রবীন কুমার।
আজ (১৮ জুলাই) শনিবার দুপুর ২ টার সময় উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জেলে পাড়া উক্ত অরক্ষিত এলাকা পরির্দশন করেন তিনি। পাউবো কর্মকর্তা অরক্ষিত এলাকা পরিদর্শন করে আপাতত পানির তোড় ঠেকাতে জিইও ব্যাগ দিয়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানিয় ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ,ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা প্রমূখ।