দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা , বর্ষীয়ান রাজনীতিবিদ, স্থানীয় সিকদার পাড়ার নিবাসী আক্তার সিকদার আর নেই। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
৫ অক্টোবর (সোমবার) সকাল ৭ টায় তিনি সিকদার পাড়ার নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
উক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ আক্তার সিকদারের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখার পক্ষ থেকে সভাপতি জিএম ছমি উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন বলেন, শ্রদ্ধেয় আক্তার সিকদার দলের দুঃসময়ের একজন পরীক্ষিত রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। দলের জন্য ওনার ত্যাগ মনে রাখার মতো।
একপর্যায়ে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।