নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে, কাউন্সিলরদের ভোট ও মাতারবাড়ী বাসীর দোয়া কামনা করেছেন মোহাম্মদ আবু ছালেহ।
দীর্ঘ এক যুগ পর আগামী ১৪ সেপ্টম্বর বুধবার মাতারবাড়ী মজিদিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মাতারবাড়ী ইউনিয়ন শাখা সম্মেলন ও কাউন্সিল।
উক্ত ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে তালা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মহেশখালী উপজেলা কৃষকলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ছালেহ। তিনি দ্বীপ নিউজ টোয়েন্টিফোরকে দেওয়া এক স্বাক্ষাৎকারে মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ের সকল কাউন্সিলবৃন্দের মূল্যবান রায় কামনা। এবং মাতারবাড়ী ইউনিয়ন বাসীর দোয়া কামনা করেছেন।
তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে (মহেশখালী – কুতুবদিয়া) কক্সবাজার-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করে আসনটি জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে নিরলস ভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
আমাকে যদি তৃণমূল যোগ্য মনে করে নিশ্চয় সকলে আমাকে মূল্যবান রায় দিবে। এবং আমিও কথা দিতে চাই, আমাকে নির্বাচিত করলে সবসময় প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের সাথে সমন্বয় করে কাজ করে যাবো।
উল্লেখ্য যে, আগামী ১৪ সেপ্টেম্বর মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোট তিন জন।