নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী মাতারবাড়ীতে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য নেওয়া ১০ হাজার লিটারের পানির ট্যাঙ্ক পড়ে স্থানীয় জাবের আহমদ নামের এক ব্যক্তি গুরুতর আহত, যার অবস্থা এখন প্রায় আশংকাজনক বলে জানা যায় নির্ভরযোগ্য সূত্রে।
সারাবিশ্ব একদিকে যেমন করোনা আতঙ্কে তেমনি অন্যদিকে দেশে ঘূর্ণিঝড় আম্ফানের আতঙ্ক বিরাজমান।
দেশের এমন আতঙ্কময় মুহূর্তে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কাজ ইতিমধ্যে চলমান। কিন্তু বিদ্যুৎ কেন্দ্রের মালামাল বাহী যান চলাচল হচ্ছে প্রতিদিন। তেমনি আজ গতকাল ২০ মে বুধবার দুপুর ১ টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউপিস্থ ৬নং ওয়ার্ডের দলারবর পাড়ার া গাউছিয়া ফোরকানিয়া মাদ্রাসার সামনে কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য নেওয়া ১০ হাজার লিটারের পানির ট্যাঙ্ক বাহী ডাম্পার ট্রাফিক আইন অমান্যকরে দ্রুত গাড়ি চালিয়ে যাওয়ার চলমান গাড়ী থেকে ১০ হাজার লিটারের খালি পানির ট্যাঙ্ক পড়ে স্থানীয় ধলাবর পাড়ার জাবের আহমদ (৫৫) প্রকাশ জাবন্নী গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক আহত জাবের কে টমটমে করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে আসে,আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক।