প্রেস বিজ্ঞপ্তি::
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সাবেক দায়িত্বশীল মুস্তাফিজুল হক এর মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবী জানিয়েছেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
হেফাজত মামলায় গ্রেফতার মাওলানা মোস্তাফিজুল হক এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী বলেন- মোস্তাফিজুল হক হেফাজতের সাথে কোনভাবে জড়িত নয়। তিনি জেলা ইসলামী আন্দোলনের সহ প্রশিক্ষণ সম্পাদকের দায়িত্ব পালন সহ ইসলামী আন্দোলনের সহযোগী সংগঠন যুব আন্দোলনের জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শোয়াইব এক প্রেস বিজ্ঞপ্তিতে মোস্তাফিজুল হক এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দ্রুত মুক্তির দাবী জানিয়েছেন।