রকিয়ত উল্লাহ, মহেশখালী
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় কক্সবাজার থেকে ৬০ জনের অধিক যাত্রী নিয়ে গাম বোটটি মহেশখালী ঘাটে আসছিল। নদীর মাঝপথে যাত্রীদের নিকট থেকে ভাড়া তুলতে অন্যজনকে চালাতে দিয়েছিল । এতে হঠাৎ করে বোট চলাচল করার সময় অনভিজ্ঞের কারণে যাত্রীরা নিরাপত্তা ঝুঁকিতে পড়ে। এতে যাত্রীরা হই-চই-য়ে পড়ে। আর বোট থেকে ফোনে যাত্রীর অভিযোগ পেয়ে ঘাটে যায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান।
ঘাটে গিয়ে যাত্রীর অভিযোগের সত্যতা পেয়ে গামবোটে অতিরিক্ত যাত্রী পরিবহন ও মাঝ নদীতে চালক কর্তৃক ভাড়া উত্তোলন করে যাত্রীদের নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়েছেন বোট চালক সব্বির মাঝিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান জানান যাত্রীদের অভিযোগ পেয়ে ঘাটে যায়। আর সত্যতা পেয়ে বোট চালকে ২হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যাত্রীদের হয়রানি বন্ধের জন্য অভিযান চলমান থাকবে।