দ্বীপ নিউজ ডেস্ক:
রাত পেরিয়ে সকাল হলেই মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে আগমন ঘটবে গারাংগীয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব, পীরে ত্বরিকত, হযরতুলহাজ্ব শাহ্ সুফি মাহমুদুল হক মজিদী (মা.জি.আ) সাহেব’র।
আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বুধবার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ত্বরিকত সম্মেলন পরিচালনা কমিঠি কতৃক আয়োজিত, ৫ম তম এক বিশাল ত্বরিকত সম্মেলন ও ইছালে সাওয়াব এবং ঈদে মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত হবে।
মহেশখালী উপজেলা মাতারবাড়ী ৬নং ওয়ার্ডস্থ পুরান বাজার মাঠ প্রাঙ্গনে উক্ত ত্বরিকত সম্মেলন টি অনুষ্ঠিত হবে।
উক্ত ত্বরিকত সম্মেলনে বক্তব্য রাখবেন দেশবরেণ্য আলেম গণ, এবং উক্ত সম্মেলনটির সভাপতিত্ব করবেন গারাংগীয়া দরবার শরীফের বর্তমান পীর সাহেব কেবলা।
স্থানীয় সাধারণ জনতা অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় আছেন গারাংগীয়া দরবারের বর্তমান পীর সাহেবের সান্নিধ্য লাভ করতে এবং পদচারণা সফল করে তুলতে।