সুব্রত আপন, মহেশখালী:
জাতীয় ঐতিহ্যবাহী কিশোর সংগঠন শৈবাল খেলাঘর আসর মহেশখালী উপজেলা কমিটি গঠিত হয়েছে। গতকাল ০৮ মার্চ মঙ্গলবার মহেশখালী উপজেলার বাবুর দিঘি সংলগ্ন নিসর্গ বিরাম-এ কমরেড দিলীপ কুমার দাসের সভাপতিত্বে কমরেড কলিমউল্লাহর সঞ্চালনায় আলোচনা সভার মাধ্যমে কাউন্সিল করে কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
শৈবাল খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মাহবুব রোকন এর সভাপতিত্বে সভা ও কাউন্সিলে কবি সাইয়্যিদ মঞ্জুকে সভাপতি, কবি সুব্রত আপন কে সাধারণ সম্পাদক ও রানা প্রতাপ দে কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য সম্বলিত কমিটি গঠন করা হয়। খেলাঘর জেলা কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক কলিম উল্লাহ নতুন কমিটির অনুমোদন স্বাক্ষর করেন।
খেলাঘর জেলা কমিটির সদস্যবৃন্দ এবং প্রতিনিধিগণ উপস্থিত সকলের উদ্দেশ্যে খেলাঘর আন্দোলনের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। বক্তারা বলেন, শিশুদের শারীরিক এবং ও মানসিক বিকাশে খেলাঘর আন্দোলনের বিকল্প নেই। তাঁরা, শিশুর মানসিক উৎকর্ষ সাধনে খেলাঘরের ভূমিকা তুলে ধরে খেলাঘর আন্দোলনকে পুন:জাগরিত করার আহবান জানান।
শৈবাল খেলাঘর আসর, মহেশখালী উপজেলা শাখায় কবি সাইয়্যিদ মঞ্জু সভাপতি, সাধারণ সম্পাদক পদে কবি সুব্রত আপন নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাদের উপর অর্পিত মহান দায়িত্ব তারা আন্তরিকভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেণ এবং এব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি জাহেদ সরওয়ার, কবি এম জসিম উদ্দিন, কমরেড দিলীপ কুমার দাস, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, কবি রুদ্র সাহাদাৎ, কমরেড নজরুল ইসলাম, কমরেড কলিমুল্লাহ, বিপ্লবী আবদুস সালাম বাঙালী, মাষ্টার মাহাবুব আলম, মাষ্টার সন্তোষ দত্ত, কবি নিলয় রফিক প্রমুখ। পরে নতুন কমিটিকে শপত বাক্য পাঠ করান জেলা খেলাঘর আসরের সম্পাদক কলিম উল্লাহ।
তাঁরা সকলে জাগৃহী খেলাঘর আসরকে পুন: জাগ্রত করার প্রত্যয় ব্যক্ত করেন।