পাঠক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী দারিদ্র্য পরিবারে জন্ম নুরুল আবছারের। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ছুটছিলেন কাজের সন্ধানে চট্টগ্রাম শহরে। কিন্তু সেখানে প্রায় তিন মাস আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে আহত হয় সে।
প্রাথমিকভাবে চিকিৎসা শেষে বাড়ীতে বসে মানবেতর জীবনযাপন করছে নুরুল আবছার।
প্রাথমিকভাবে চিকিৎসা শেষে ডাক্তার ১৫ দিন পর দেখা করতে বললে নুরুল আবছার টাকার অভাবে আর দেখা করতে পারেনি। দারিদ্র্যতার কারণে ডাক্তারের ফি: আর ঔষধ কেনা তাঁর জন্য দুঃসাধ্য।
নুরুল আবছার মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের স্থানীয় ৬নং ওয়ার্ড, তিতা মাঝির পাড়া গ্রামের আমির হোছাইনের ছেলে।
পরিবার অসচ্ছল হওয়ায় ডাক্তার ফি আর ঔষধের টাকা জোগাড় করা তার পক্ষে সম্ভব নয়। তাই নুরুল আবছার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন।
সাহায্য পাঠান:
বিকাশ-01795991158
নগদ—01776417979