প্রেস বিজ্ঞপ্তি
সিইএইচআরডিএফ উপকূলীয় ফোরাম ২১শে ফেব্রুয়ারি ৫২’র ভাষা আন্দোলনে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্প অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সিইএইচআরডিএফ উপকূলীয় ফোরাম এর সমন্বয়ক ইফতেখার মোহাম্মদ মোহাব্বত আলী কমিটি ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিইএইচআরডিএফ এর পরিচালক(কো-অর্ডিনেটর অ্যাফেয়ার্স) রুহুল আমিন, পরিচালক(ফোরাম ও সার্কেল) রমজান আলী রাজা, উপ সহকারী পরিচালক (পরিবেশ সুরক্ষা) আশেক উল্লাহ,পানি ফাউন্ডেশন সমন্বয়ক নুরুল আবছার, উপকূলীয় ফোরামের ব্যবস্থাপক এম. আলাউদ্দিন, সহ-সমন্বয়ক (সংগঠন) সোহেল উদ্দিন, সহ-সমন্বয়ক(অর্থ) বেলাল হোসাইন রায়হান, সহ-ব্যবস্হাপক(মিডিয়া) শাহরুক করিম,এক্সকিউটিভ মেম্বার এইচ এম রুবেল,এক্সিকিউটিভ মেম্বার সাজ্জাদুল ইসলাম বাবু সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ শেষে উক্ত ফোরাম এর সমন্বয়ক #ইফতেখার মোহাম্মদ মোহাব্বত আলী বলেন,,,,বাংলার প্রতিটি নাগরিককে ইতিহাস জানতে হবে, দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করতে হবে। উপকূলীয় মানুষের অধিকার রক্ষা, সমস্যা সমাধান ও তাদের জীবনমান নিয়ে কাজ করবে, এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বক্তৃতায়।