দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার সিঙ্গাপুর খ্যাত মাতারবাড়ী ইউনিয়নের স্থানীয় ৭নং ওয়ার্ড বাংলা বাজারে বৃষ্টির পানি জমে থাকার কারণে চলাচলে অনুপযুক্ত কাঁদামাখা রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
শনিবার ৫ ফেব্রুয়ারী বিকালে সামান্য বৃষ্টিতে বাজারের সম্পূর্ণ সড়ক কাঁদায় পরিনত হয়। এতে চলাচলের দুর্ভোগের সৃষ্টি হয় এবং ব্যবহারে অনুপযুক্ত হয়ে পড়ে। এছাড়াও প্রতি বছর বর্ষা মৌসুমে মানুষের চলাচলের দুর্ভোগের সৃষ্টি হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
কাঁদামাখা এই রাস্তা দিয়ে সাধারণ পরিবহন চলাচল-তো দূরের কথা মানুষ হেঁটেও চলাচল করাটাও কষ্টকর। এ সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে প্রতিবাদ হিসাবে এলাকাবাসী সড়কে ধানের চারা রোপণ করেছে বলে জানিয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা আরো মনে করেন, বাজারের পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে প্রতিনিয়ত এমন নাজুক চিত্র দেখা যায়। ব্যবহার অনুপযুক্ত ইটের সলিং তোলে আরসিসি দেওয়া এবং বাজারজুড়ে ড্রেনেজ সিস্টেম চালু করার জোর দাবিও জানান তাঁরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এমন একজন পথচারী জানায়, মাতারবাড়ীর জমি উর্বর বলেই এখানে বিদেশী সংস্থা সহ বর্তমান সরকারের বড় বড় উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। কিন্তু যে সড়ক চষে প্রকল্পসমূহ বাস্তবায়নের পথে, সেই সড়ক উন্নয়নের কোন খবর নেই। চলাচলে অনুপযুক্ত এ সড়কে ধান চাষের সিদ্ধান্তই যথাযথ।