হোয়ানক প্রতিনিধি:
চারদিকে শুরু হয়েছে নির্বাচনি আমেজ। নিজ নিজ প্রচারণায় ব্যাস্ত প্রার্থীরা। ২৩ মার্চ গতকাল (মঙ্গলবার) আসন্ন হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সেলিম সিকদারের বাড়ীতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত উঠান বৈঠকে তার নির্বাচনি এলাকা হোয়ানক ৪নং ওয়ার্ডস্ত বানিয়াকাটা, জামালপাড়া, পূর্ব পুইছড়া ও পশ্চিম পুইছড়ার কয়েক শতাদিক লোকজন উপস্থিত ছিলো। এছাড়াও কয়েকশ নারী ভোটারদের উপস্থিতিও লক্ষণীয় ছিলো।
সেলিম সিকদার জানান, ৫ বছর আগে ব্যালট বিপ্লবে আপনারা যে ভালোবাসা আমার প্রতি দেখিযেছেন, এখনো সেই ঋণ আমি শোধ করতে পারিনি। সেই নির্বাচনে বিজয়ী হতে না পারলেও চেষ্টা করেছি সবসময় আপনাদের পাশে থাকতে। এবারও আমি নির্বাচন করছি। যদি আপনাদের মনেহয় আমি যোগ্য, তবে নিশ্চই আপনারা আমাকেই ভোটটা দিবেন।
এসময় আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গরা বক্তব্য রাখেন।