1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
কক্সবাজারের নাজিরারটেক থেকে মাঝিমাল্লা সহ মাছভর্তি ট্রলার নিখোঁজ | দ্বীপ নিউজ
April 25, 2024, 8:48 pm
শিরোনাম :
মাতারবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আধাঁরে হামলা ও লুটপাট, আহত একাধিক মাতারবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা মহাকাশ গবেষণায় মহেশখালীর ১১ শিশু-কিশোরের সফলতা মাতারবাড়ি প্রকল্পের ভিতরে সাংবাদিক রকিয়তকে আটকে রেখে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন মাতারবাড়ীতে সাংবাদিকদের হাত-পা কেটে সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নব-নির্বাচিত চেয়ারম্যান রাজাকে বিভিন্ন মহলে অভিনন্দন কক্সবাজার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন শাহরিন জাহান মহেশখালীতে ভুমিহীন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন জীবিকার সুরক্ষার তাগিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজার-২ থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন পাচ্ছেন সাংবাদিক নেতা মাওলানা ইউনুস মহেশখালীতে তুচ্ছ ঘটনায় নিহত ১, নগদ টাকাসহ ৩০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ 

কক্সবাজারের নাজিরারটেক থেকে মাঝিমাল্লা সহ মাছভর্তি ট্রলার নিখোঁজ

  • আপডেটের সময় : মঙ্গলবার, জানুয়ারি ৩১, ২০২৩
  • 220 ভিউ

এ.কে রিফাত: (মহেশখালী)

মহেশখালী পৌরসভার অন্তর্গত ০৫ নং ওয়ার্ড এর দক্ষিন ঘোনাপাড়া এলাকার মৃত ছিদ্দিক আহম্মদের ছেলে মোজাম্মেল বহদ্দারের মালিকানাধীন (এফ-বি ভাই ভাই ৩) নামক মাছ ধরার ট্রলারটি ১৬ জন মাঝিমাল্লা সহ গতকাল ভোর আনুমানিক ৪ টা থেকে কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র পয়েন্ট থেকে হঠাৎ নিখোজ হয়ে যায়।

এখনো পর্যন্ত ওই মাছ ধরার ট্রলারটি কোন খোজখবর পাওয়া যায়নি।

ট্রলারটির মালিক মোজাম্মেল বহদ্দারের সাথে কথা বললে তিনি জানান, গত ১২ দিন আগে তার মালিকানাধীন (এফবি-ভাই ভাই ২ এবং এফবি-ভাই ভাই ৩)  দুইটি মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরার উদ্যোশ্যে বের হয়।

তিনি আরও জানান, গতকাল ৩০ জানুয়ারি সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে মাছ নিয়ে ট্রলার দুইটি কক্সবাজার নাজিরার টেক সমুদ্র পয়েন্টে মাছ নামিয়ে দিতে আসে।
পরক্ষনে ওই ট্রলার দুইটিতে থাকা মাছ ধরার মাঝি মাল্লারা মোজাম্মেল বহদ্দারের সাথে যোগাযোগ করলে তিনি ভোরে কক্সবাজার নাজিরার টেক সমুদ্রে পয়েন্টে যাবেন এবং মাছগুলো বিক্রি করার জন্য ফিশারী ঘাটে নেবেন এই মর্মে মোটোফোনে আলাপ শেষ হয় তাদের মধ্যে।

একই দিন ভোর আনুমানিক চার ঘটিকার সময় ওই ট্রলার দুইটির মালিক মোজাম্মেল বহদ্দার কক্সবাজারের উদ্যোশ্যে রওয়ানা দেওয়ার সময় দুইটি ট্রলারে থাকা মাঝিমাল্লাদের সাথে মোটোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে (এফবি-ভাই ভাই ২)  এর সাথে কথা হয় এবং (এফবি-ভাই ভাই ৩) এ থাকা মাঝিমাল্লাদের মোটোফোনে আর কোনভাবেই সংযোগ পাওয়া যায়নি। নিখোজ হওয়া ট্রলারে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ইলিশ মাছও ছিল বলে জানান তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত একমাস থেকে গভীর সমুদ্র সহ উপকুলের আশপাশে পেশাদার জলদস্যুদের মহড়া ক্রমান্নয়ে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন সমুদ্র পয়েন্টে ট্রলার ডাকাতির ঘঠনা হয়েছে।

সচেতন মহলের অভিমত; মোজাম্মেলে বহদ্দারের মালিকানাধীন ট্রলারটিও চিহ্নিত জলদস্যুদের দ্বারা ডাকাতি হয়েছে বলে আশংকা করেছেন।

মাঝিমাল্লা সমিতির নেতৃবৃন্দরা জানান, এমতাবস্থায় প্রশাসনের পক্ষ থেকে যদি দ্রুত সময়ের মধ্যে সমুদ্রে মাঝিমাল্লা সহ মাছ ধরার ট্রলারের নিরাপত্তা নিশ্বিত সহ চিহ্নিত জলদস্যুদের আইনের আওতায় না আনলে এই মৎসজীবীদের মহান এই পেশা ক্রমান্নয়ে লোপ পাবে।

কোন ব্যাক্তি যদি এই মাছ ধরার ট্রলারটির সন্ধান পেয়ে থাকেন তবে নিম্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরুধ করেছেন ট্রলারটির মালিক মোজাম্মেল বহদ্দার।
(০১৮৩৮-৬৩০৩৩১)
(০১৮২৩-৯১০৭২৮)

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!