1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
মহেশখালীতে মটরবাইকের ধাক্কায় ১২ হাত দূরে ছিটকে পড়লো পথচারী; আহত ৪ | দ্বীপ নিউজ
March 19, 2024, 4:18 am
শিরোনাম :
মহাকাশ গবেষণায় মহেশখালীর ১১ শিশু-কিশোরের সফলতা মাতারবাড়ি প্রকল্পের ভিতরে সাংবাদিক রকিয়তকে আটকে রেখে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন মাতারবাড়ীতে সাংবাদিকদের হাত-পা কেটে সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নব-নির্বাচিত চেয়ারম্যান রাজাকে বিভিন্ন মহলে অভিনন্দন কক্সবাজার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন শাহরিন জাহান মহেশখালীতে ভুমিহীন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন জীবিকার সুরক্ষার তাগিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজার-২ থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন পাচ্ছেন সাংবাদিক নেতা মাওলানা ইউনুস মহেশখালীতে তুচ্ছ ঘটনায় নিহত ১, নগদ টাকাসহ ৩০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ  দীর্ঘ ২৮ বছর পর প্রধানমন্ত্রী আসছেন মাতারবাড়ী, সমাবেশে ২০ টি দাবি উত্থাপন করা হউক ডুসাম’র নবীন বরণ, বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও স্মরণিকা “মিষ্টি পান” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

মহেশখালীতে মটরবাইকের ধাক্কায় ১২ হাত দূরে ছিটকে পড়লো পথচারী; আহত ৪

  • আপডেটের সময় : রবিবার, নভেম্বর ২৮, ২০২১
  • 289 ভিউ

মিছবাহ উদ্দীন আরজু ::

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারস্থ টিপু মার্কেটের সামনে মোটরবাইকের ধাক্কায় শওকত আলী (২২) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছে। আহত পথচারী মাইজপাড়া এলাকার মৃত আব্দুল গাফ্ফারের ছেলে বলে জানা গেছে।

এছাড়াও দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও তিন যাত্রী। তারা হলেন, হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামের বশর আলীর পুত্র মোটরবাইক চালক গিয়াস উদ্দিন, একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে গিয়াস উদ্দিন। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। তারা তিনজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে।

স্থানিয় সূত্রে জানা যায়, ২৮ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ৭ টার সময় ইউনুছখালী বাজারে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, মটরবাইক চালাক তিনজন আরোহী নিয়ে বেপরোয়া গতিতে বদরখালী অভিমূখে যাচ্ছিলো। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। আহত শওকত আলী রাস্তা পার হতে গিয়ে মটর বাইকের সাথে ধাক্কা লাগলে প্রায় বারো হাত দূর থেকে আমার গায়ের উপর পড়েন। এসময় আহত ব্যক্তির কুমর, মাথা, মুখে ও চোখে গুরুতর জখম প্রাপ্ত হয়।

স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত চকরিয়া জমজম হাসপাতালে রেফার করেন। বর্তমানে আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে রেফার করা হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, দূর্ঘটনার বিষয়টি খুবই মর্মাত্মিক বলে শুনেছি। তবে তিনি রাস্তার স্প্রীড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দূর্ঘটনা হচ্ছে বলে দাবি করেন। এ এলাকায় বিগত দশ বছরে ৬-৭ জন রোড এক্সিডেন্টে মারা গেছেন। এবিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার প্রতি মোড়ে মোড়ে, স্কুল-মাদ্রাসার সামনে স্প্রীড ব্রেকার দেয়ার আশ্বাস দিলেও কাজ হয়নি বলে জানান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গুরুতর আহত শওকত আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জানা যায় কুমরের অবস্থা তেমন একটা ভাল নয়।

বার্তা প্রেরক-
মিছবাহ উদ্দীন আরজু
(মহেশখালী)
মোবাঃ 01811323339

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!