1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
মহেশখালীর জনতাবাজার গোরকঘাটা  মহাসড়কের উদ্বোধন করলেন সড়কমন্ত্রী কাদের | দ্বীপ নিউজ
May 17, 2024, 10:46 am
শিরোনাম :
গ্লোরিয়াস ওমেন এন্টারপ্রেনার অব বাংলাদেশ এর পূর্নাঙ্গ কমিটি গঠিত, শাহরিন পরিচালক ও জেরিন সম্পাদক নির্বাচিত সাংবাদিক কায়ছারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার; উপজেলা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ মাতারবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আধাঁরে হামলা ও লুটপাট, আহত একাধিক মাতারবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা মহাকাশ গবেষণায় মহেশখালীর ১১ শিশু-কিশোরের সফলতা মাতারবাড়ি প্রকল্পের ভিতরে সাংবাদিক রকিয়তকে আটকে রেখে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন মাতারবাড়ীতে সাংবাদিকদের হাত-পা কেটে সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নব-নির্বাচিত চেয়ারম্যান রাজাকে বিভিন্ন মহলে অভিনন্দন কক্সবাজার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন শাহরিন জাহান মহেশখালীতে ভুমিহীন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন জীবিকার সুরক্ষার তাগিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহেশখালীর জনতাবাজার গোরকঘাটা  মহাসড়কের উদ্বোধন করলেন সড়কমন্ত্রী কাদের

  • আপডেটের সময় : বুধবার, নভেম্বর ১০, ২০২১
  • 149 ভিউ

আ.ন.ম হাসান

জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম জোন) (২য় পর্যায়)  শীর্ষক প্রকল্পের আওতায় জনতাবাজার-গোরকঘাটা জেলা মহাসড়ক (জেড-১০০৪) উন্নয়ন কাজের শুভ উদ্বোধন হয়েছে ৷
১০ নভেম্বর (বুধবার) সকাল ১১টার সময় মহেশখালীর ডিজিটাল আইল্যান্ড মাঠে উক্ত প্রকল্পের ভার্চুয়ালী শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি ৷
উদ্বোধনী অনুষ্ঠানে মহেশখালী প্রান্তে স্থানীয় সাংসদ, মেয়র, সরকারি কর্মকর্তা,উপজেলা চেয়ারম্যান, জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান,মেম্বার, কাউন্সিলর সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন ৷

জানা যায়, জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (চট্টগ্রাম জোন) (২য় পর্যায়) প্রকল্পের আওতায়
জনতাবাজার-গোরকঘাটা জেলা মহাসড়কটির প্রকল্প ব্যায়
৫৭৭৪.৫৮ লক্ষ টাকা। এতে ২৭.২৩ কিঃ মিঃ সার্ফেসিং (ডিবিএস), ২৬.৬০ কিঃ মিঃ মজবুতিকরণ, ২৭.২৩ কিঃ মিঃ প্রশস্তকরণ, ৬৩০.০০ মিটার রিজিড পেভমেন্ট নির্মাণ, ৮ (আট) টি আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ৭০০.০০ মিটার সসার ড্রেইন নির্মাণ এবং ৩০০০.০০ মিটার কংক্রিট স্লোপ প্রটেকশন ইত্যাদি কাজ করা হয় ৷

উল্লেখ্য যে, জনতাবাজার-গোরকঘাটা সড়কটি সড়ক ও জনপথ অধিপ্তরের একটি গুরুত্বপূর্ণ জেলা মহাসড়ক। মহেশখালী উপজেলায় অবস্থিত মহেশখালী দ্বীপটি খুবই প্রাচীন এবং অপরূপ সৌন্দর্য মন্ডিত। উক্ত উপজেলায় আদিনাথ মন্দির দর্শন করার জন্য দেশ-বিদেশের বিভিন্ন পর্যটক আসেন। এছাড়া লবণ, চিংড়ি এবং পান ও সুপারী চাষে এ দ্বীপ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সড়কটি মহেশখালী উপজেলার একমাত্র প্রধান সড়ক এবং ৮ (আট) টি ইউনিয়নের সাথে সংযোগ স্থাপন করে। বর্ণিত সড়কটি ঘিরে মহেশখালীর অর্থনীতি আবর্তিত। উল্লেখিত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ প্রয়োজনের তাগিদে উপজেলা সদরসহ কক্সবাজার, পেকুয়া, চকরিয়া, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের সর্বত্র যাতায়াত করে থাকেন। তাছাড়া দেশের বিভিন্ন স্থান হতে আগত নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও মহেশখালীতে উৎপাদিত লবণ, চিংড়ি ও পান দেশের বিভিন্ন স্থানে বর্ণিত সড়ক পথ দিয়ে আনা নেয়া করা হয়। এছাড়াও মাতারবাড়ী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প সহ আরও অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তাই সড়কটির গুরুত্ব অপরিসীম। সম্প্রতি সড়কটি জেলা মহাসড়ক উন্নয়ন প্রকল্প (চট্টগ্রাম জোন) (২য় পর্যায়) এর আওতায় ১২ ফুট হতে ১৮ ফুটে উন্নীতকরণ কাজ সমাপ্ত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!