1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
সিলেটে দুইদিন ব্যাপী ‘আমরা মহেশখালী বাসীর’ ত্রাণ বিতরণ | দ্বীপ নিউজ
April 26, 2024, 2:11 pm
শিরোনাম :
মাতারবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আধাঁরে হামলা ও লুটপাট, আহত একাধিক মাতারবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবী হত্যা মহাকাশ গবেষণায় মহেশখালীর ১১ শিশু-কিশোরের সফলতা মাতারবাড়ি প্রকল্পের ভিতরে সাংবাদিক রকিয়তকে আটকে রেখে মারধর ও হুমকির প্রতিবাদে মানববন্ধন মাতারবাড়ীতে সাংবাদিকদের হাত-পা কেটে সাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির নব-নির্বাচিত চেয়ারম্যান রাজাকে বিভিন্ন মহলে অভিনন্দন কক্সবাজার জেলা থেকে বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা পেলেন শাহরিন জাহান মহেশখালীতে ভুমিহীন ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন জীবিকার সুরক্ষার তাগিদে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজার-২ থেকে ইসলামী ঐক্যজোটের মনোনয়ন পাচ্ছেন সাংবাদিক নেতা মাওলানা ইউনুস মহেশখালীতে তুচ্ছ ঘটনায় নিহত ১, নগদ টাকাসহ ৩০ লক্ষ টাকার মালামাল লুটের অভিযোগ 

সিলেটে দুইদিন ব্যাপী ‘আমরা মহেশখালী বাসীর’ ত্রাণ বিতরণ

  • আপডেটের সময় : মঙ্গলবার, জুলাই ৫, ২০২২
  • 298 ভিউ
ছবি: দ্বীপ নিউজ টোয়েন্টিফোর।

এ.কে.রিফাত: (মহেশখালী)

আমরা মহেশখালী বাসীর উদ্যোগে দুইদিন ব্যাপী সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন, হাটখোলা ইউনিয়ন, কোম্পানীগঞ্জ ও দঃ সুরমা উপজেলার মোঘলা বাজার সহ বিভিন্ন অঞ্চলে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ত্রাণ হিসেবে সাড়ে ৭ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু এবং ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দেওয়া হয় ৷

আমরা মহেশখালী বাসী সংগঠনটির প্রধান সমন্বয়ক ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির আযাদের সার্বিক তত্বাবধানে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন টিম মেম্বার আ ন ম হাসান, মুনির বিন সোলতান, এনামুল হক ও মোঃ রায়হান ৷

সিলেট থেকে উপস্থিত ছিলেন সদর জালালাবাদ ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, এসএসসি-এইচএসসি ১২/১৪ ব্যাচের সিলেট ডিভিশনের এডমিন আরিয়ান আলিম, আরস, মারুফা আক্তার, রানা, পুলিশ সদস্য মাহমুদ মিজান সহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য বৃন্দ ৷

ত্রাণ বিতরণ কালে আমরা মহেশখালী বাসী সংগঠনের টিম মেম্বার মুনির বিন সোলতান আবেগ আপ্লুত হয়ে বলেন, আমরা মহেশখালী বাসীর পক্ষ থেকে উপহার সামগ্রী দিতে এসেছি ৷
মানুষের অবস্থা দেখে একথা স্পষ্ট বুঝা যাচ্ছে যে তাদের দুঃখ-কষ্ট অভাব অনটনের তুলনায় আমাদের ত্রাণ কার্যক্রম খুবই অপ্রতুল। বানভাসি মানুষের আরো সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এখনো যারা ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেননি, যেসব সংগঠন এখনো ত্রাণ দেওয়ার উদ্যোগ নেননি, আমরা আহবান করব আপনারা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে এই বানভাসি মানুষের পাশে এসে দাঁড়ান। তাহলে আশা করা যায়, বন্যা পরবর্তী তাদের পুনর্বাসন প্রক্রিয়া সহজ হবে এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে ৷

আমরা মহেশখালী বাসীর অন্যতম সদস্য সাংবাদিক আ ন ম হাসান সিলেটের গণমানুষের পানিবন্দীরত নিষ্টুর অবস্থা দেখে অশ্রুসিক্ত নয়নে বলেন,পবিত্র ঈদুল আযহার আনন্দ বানভাসিদের সাথে ভাগাভাগি করতে নুন্যতম একটি কোরবানির গরু উপহার দেওয়ার আশাবাদ ব্যাক্ত করছি।

পরিশেষে আমরা মহেশখালীবাসীর প্রধান সমন্নয়ক হুমায়ুন কবির আযাদ যে বা যারা অত্র সংগঠনের অগ্রযাত্রায় ডোনেশন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে দেশের যে কোন জায়গায় দুঃসময়ে হতদরিদ্র গণমানুষের কষ্টে পাশে থাকার জন্য সকলকে আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!